তো প্রথমে আপনি আপনার ফোনের Google Drive ওপেন করবেন। আর যাদের গুগল তারা চাইলে নতুন একটা গুগল ড্রাইভ একাউন্টে জায়গাটা নিতে পারবেন তো এজন্য কি করতে হবে আপনার মোবাইলে যদি গুগল ড্রাইভ না থাকে তাহলে অবশ্যই প্লে স্টোর থেকে গুগল ইন্সটল করতে হবে। ইন্সটল করার পরে এখন সেম প্রসেস যাদের আগে থেকে একাউন্ট আছে ওই অ্যাকাউন্টটা নতুন একাউন্ট সবগুলোতে প্রসেস করতে হবে । প্রথমে গুগল ড্রাইভ একাউন্ট ওপেন করতে হবে বা গুগল ড্রাইভের যে একটা আছে একটা ওপেন করতে হবে ওপেন করার পরে।
তো Google Drive অ্যাপটা ওপেন করার পরে ডান সাইডে উপর থেকে যে একাউন্টে আছে তার লোগো থাকবে তো ওই লগের উপর ক্লিক করে আপনার মোবাইলে যতগুলো জিমেইল আছে সকল জিমেইল এখানে শো করবে তো আপনি যে জিমেইলে জায়গাটা বাড়িয়ে নিতে চাচ্ছেন সেই যে মেয়েটি সিলেক্ট করে নেবেন।
এরপরে নিচের দিকে দেখবেন Share লেখা আছে একদম আপনার মোবাইলের ডিসপ্লে নিচের দিকে দেখবেন শেয়ার লেখা আছে ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পরে ঠিক ডান সাইডে নিচের দিকে দেখবেন প্লাস আইকন আছে ওই আইকনের উপর ক্লিক করবেন।
তো ওই আইকনে ক্লিক করার পরে কি করতে হবে মনোযোগ দিয়ে দেখে নিন কেউ একটু ভুল করবেন না অবশ্যই অবশ্যই আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি ঠিক সেই ভাবে করবেন তাহলে আপনাদের কোন সমস্যা হবে না তো প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে দেখবেন প্রথমে রয়েছে একদম ফাইল লেখা ওই লেখার উপরে ক্লিক করবেন।
তো প্লাস এখানে ক্লিক করার পরে এখানে ফোল্ডারের নাম দেওয়ার একটা অপশন আসবে নতুন একটা পেজ হবে যেখানে ফোল্ডারের নাম দেওয়া জন্য একটা অপশন থাকবে তো এখানে আপনার অন্য একটি যে জিমেইল আছে সেই জিমেইলের নাম অনুসারে অথবা আপনার যেকোনো ইচ্ছা অনুযায়ী এখানে একটা নাম দিয়ে দেবেন তো এই ফোল্ডারটাই আপনাদের পনেরো জিবি করে জায়গা বাড়িয়ে দেবে তো এইভাবে আপনারা অনেকগুলো ফোল্ডার করবেন তো সেই জিমেইল খোলার জন্য আপনাদের ১৫ জিবি করে দেবে তো এখনো কাজ শেষ হয় নাই কি কি করতে হবে দেখে নিন তো প্রথম এখানে আপনার ফোল্ডারের নাম দিয়ে দেবেন।
তো এখন দেখবেন আপনি যে ফাইলটা তৈরি করেছেন সেটা অটোমেটি শেয়ার এর মধ্যে চলে আসবে। এখন দেখবেন আপনি যে ফাইলটা তৈরি করেছেন ওই ফাইলের উপর একটা থ্রি ডট মেন আছে। এখানে ক্লিক করবেন অনেক ক্লিক করার পরে কি করতে হবে সেটা দেখে নিন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আমরা কিন্তু ইমেজগুলো দিয়ে আপনাদের দেখিয়ে দি যাতে আপনাদের বোঝার কোন অসুবিধা না হয় তো আপনারা ইমেজগুলো ভালো মতন দেখে নেবেন।
তোর থ্রি ডট মেনু টা ক্লিক করার পরে। দেখবেন সবার উপরে সেরা লেখা আছে তবে লেখার পরে ক্লিক করবেন ওই লেখার পর ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা পেজ আসবে যেখানে উপরে আপনাদের জিমেইল দিতে হবে অর্থাৎ আপনি যে জিমেইলে এই জায়গাটা নিতে চাচ্ছেন তো ওই জিমেইলে দেবেন। ওই যে জিমেইলের নাম লেখার পরে নিচে দেখবেন Editor লেখা আছে তো অবশ্যই এখানে এডিটর থাকলে এডিটর টা দিয়ে সেন্ড করতে হবে আর যদি এডিটর না থাকে তাহলে অবশ্যই এখানে ক্লিক করে। এডিটর লেখাটা দিয়ে নিচে থেকে সেন্ড করে দেবেন তো সেন্ড করার সাথে সাথে আপনি যে জিমেইল টাতে সেন্ড করেছেন। ওই জিমেইলে ১৫ জিবি স্টোরেজ বেড়ে গেছে এই ফোল্ডারের মাধ্যমে কারণ এই ফোল্ডারটা আপনি ওই জিমেইল থেকেও কন্ট্রোল করতে পারবেন।
বন্ধুরা ভাবে নতুন নতুন জিমেইল খুলে নতুন ফাইল তৈরি করে অন্য একটা জিমেইলে এই ফাইলটার করে দিতে হবে অর্থাৎ আপনার মেইল জিমেইলে ফাইলটি এডিটর করে দেবেন এবং মেইন জিমেইল থেকে সব ফাইলগুলো কন্ট্রোল করতে পারবেন এবং প্রতিটা ফাইলের জায়গা থাকবে ১৫ জিবি তাই এভাবে আপনি যতগুলো জিমেইল করবেন ততগুলা ফাইল গ্রেট করে আপনার মেইলে এডিটর দিয়ে রাখবেন তাহলে আপনার সবগুলো ফাইল কন্ট্রোল করতে পারবেন। এবং সবগুলো ফাইলে আপনি পুনরায় জিবি করে রাখতে পারবেন তো এভাবে আপনার মেইন জিমেইলে আনলিমিটেড ফাইল এর এডিটর নিয়ে আপনার জিমেইলে শুধু ১০০ জিবি নয় আপনি চাইলে হাজার হাজার জিবিও বাড়িয়ে নিতে পারবেন।
তো আজকের পোস্টটা এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।

0 Comments