কিভাবে গ্রামীনফোন সিমে ১ জিবি ফ্রি ইন্টারনেট নিবেন // 1GB Free Internet Grameenphone Sim // সবাই নিতে পরবেন



বন্ধুরা ফ্রি ইন্টারনেট হ্যাঁ আপনার জারা গ্রামীণফোন সিম ব্যবহার করেন তারা সবাই ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিতে পরবেন। এটা সবাই নিতে পারবেন নতুন সিম পুরাতন সিম সকল সিমে নিতে পারবেন। তাছাড়া নতুন যারা ব্যবহার করেন পুরাতন যারা ব্যবহার করেন সকল সিমের জন্য এটা নিতে পারবেন। আপনার অনেক আগের সিম হলেও সমস্যা হবে না আবার নতুন হলেও সমস্যা হবে না সবাই নিতে পারবেন এই ১ জিবি ইন্টারনেট। তো কিভাবে নিতে হবে কিভাবে আপনি পাবেন সেটা আমি ধাপে ধাপে বুঝিয়ে দেবো তো সবাই পোস্টটি ভালোভাবে পোস্টটি পড়তে থাকুন। আর যাতে আপনার বন্ধুরা অথবা আপনার প্রতিবেশীরা ফ্রি এই ১ জিবি ইন্টারনেট নিতে পারে সেজন্য সবার কাছে পোস্টটি শেয়ার করে দিবেন। তো দেখে নিন কিভাবে আপনার গ্রামীনফোন সিমে ফ্রিতে ১ জিবি ইন্টারনেট নিবেন।

সর্বপ্রথম আপনি যে সিমে এমবিটা নিতে চাচ্ছেন সেই সিমটি আপনার কাছে থাকতে হবে অর্থাৎ আপনার মোবাইলে থাকতে হবে অথবা আপনার যদি টাচ মোবাইল না হয় তাহলে যে কোন বাটন মোবাইলে সিমটে ভরা থাকতে হবে টাচ মোবাইলে ভরা থাকলে খুবই সুবিধা হবে আপনার বাটন মোবাইলে থাকলেও একটু সমস্যা হবে তবে এটা কোন সমস্যা না একটা ভেরিফিকেশন কোড যাবে। ওই কোডটা বাটন মোবাইলে চলে যাবে ওখান থেকে কষ্ট করে আপনাকে টাচ মোবাইলে লিখতে হবে। তো এটা কোন সমস্যা না? সর্বপ্রথম কথা হচ্ছে সিমটা আপনার কাছে থাকতে হবে এবং যে কোন মোবাইলে অ্যাক্টিভ থাকতে হবে।

এখন আপনার এক জিবি ফ্রি ইন্টারনেট নেয়ার জন্য অবশ্যই আপনার যে কোন একটা এন্ড্রয়েড ফোন থাকতে হবে এন্ড্রয়েড ফোনটিতে ওই সিমটা না থাকলেও সমস্যা হবে না । সেটা আমি আগেই বলে দিয়েছি তবে আপনার অবশ্যই অবশ্যই একটা এন্ড্রয়েড ফোন থাকতে হবে থাকার পরে আপনার মোবাইলে যদি আগে থেকে মাই জিপি অ্যাপ্লিকেশন ঠিক থাকে তাহলে ওই অ্যাপ্লিকেশনটি আনইন্সটল করে দিতে হবে । আর যদি না থাকে তাহলে সমস্যা নাই আপনি Play store থেকে নতুন My GP অ্যাপ্লিকেশনটি ইন্সটল করতে হবে আর যাদের আগে থেকে আছে তারা পুরাতন মাই জিপি পএপ্লিকেশনটি আগে আনইন্সটল করে দিয়ে এরপরে নতুন করে play store থেকে নতুন মাই জিপি অ্যাপ্লিকেশনটি ইন্সটল করুন।
এখন নতুন ইনস্টল করা মাই জিপি অ্যাপ্লিকেশনটি ওপেন করুন ওপেন করার পরে কি কি করতে হবে সেটা এখন মনোযোগ দিয়ে দেখে নিন। বিঃদ্রঃ- আপনারা অনেকেই জানেন কিভাবে অ্যাপ্লিকেশনটি লগইন করতে হয় তারা লগইন করে নিতে পারেন নিতে পারবেন খুব সহজে আর যারা জানেন না তারা খুব মনোযোগ দিয়ে পোস্টটি দেখতে থাকুন কিভাবে মাই জিপি অ্যাপ্লিকেশনটিতে লগইন করতে হবে এবং লগইন করার পরে কিভাবে এমবি নেবেন সেটাও দেখে নিন।

মাই জিপি অ্যাপ্লিকেশন টা ওপেন করার পরে এখানে ইংরেজিতে থাকবে ভাষাটি চাইলে আপনি বাংলায়ও করতে পারেন। তবে ইংরেজিতে করে আমি দেখাছি আপনারা ইংরেজি করে রাখবেন তারপর প্রথমে আপনারা ওখানে সাইন ইন লেখা দেখবেন ওই লেখার উপর ক্লিক করবেন । ওই লেখার পরে ক্লিক করার পরে আপনাদের সামনে নতুন একটা এন্টারপ্রাইজ আসবে তো ওখানে আপনার নাম্বার যাবে তো আপনার গ্রামীণফোন সিমের যে নাম্বারটি ওই নাম্বারটি দিয়ে সাই ইন এ ক্লিক করবেন।
তো ওখানে নাম্বার দেওয়ার পরে সাইলেন্ট করলে আপনার ফোনে একটি ভেরিফিকেশন কোড আসবে যদি আপনার সিমটা আপনার অ্যান্ড্রয়েড ফোনে লাগানো থাকে তাহলে অটোমেটিক করতে বসে যাবে আর যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনের সিমটি না থাকে অন্য কোন বাটন মোবাইলে থাকে সেক্ষেত্রে বাটন মোবাইল থেকে কোটি এনে এখানে বসাতে হবে তো বাটন মোবাইলে আপনারা দেখবেন জিপি ভেরিফিকেশন কোড নামে একটা এসএমএস আসবে ওই এখানে বসিয়ে দিলে লগইন হয়ে যাবে।
 তো লগইন হয়ে যাওয়ার পরে আপনারা একটু নিচের দিকে দেখবেন অফার আসে তো যেখানে অফার গুলো আসে স্ক্রিনের মতন যেখান থেকে আর কি ঠেলে ঠেলে অফার গুলো সরিয়ে দেখা যায় আপনার জন্য কি কি ফটো হয়েছে তো ওখানে দেখবেন ফ্রিতে একটা লেখা আছে যে লেখাটি আপনারা নিচে স্ক্রিনে দেখতে পারতেছেন তো ওই লেখার পরে ক্লিক করে এখানে আপনাদের সাকসেস দেখাবে সেখানে যাওয়ার সাথে সাথে দেখবেন আপনার একাউন্টে ১ জিবি ফ্রি ইন্টারনেট চলে আসবে।


তো বন্ধুরা আপনারা এভাবে আপনাদের গ্রামীন সিমে এক জিবি ফ্রি ইন্টারনেট নিতে পারবেন তবে এই অফারটি কতদিন থাকবে সেটার কোনো আনুমানিক ধারণা নেই বা আনুমানিক কোন ডেট নেই তবে আপনারা চেষ্টা করে দেখতে পারেন এই অফারটি অনেকদিন নাও থাকতে পারে তবে বর্তমানে সবার জন্যই আছে তো আপনারা এখন দেখে নিন আর যারা পরবর্তী সময় দেখবেন তারা চেষ্টা করে দেখতে পারেন নাকি আপনার জন্য তো বন্ধুরা এভাবেই আপনারা আপনাদের গ্রামীন সিমে নিতে পারবেন। তো যারা যারা বেটি নিতে পারবেন তারা অবশ্যই পোস্টে একটা কমেন্ট করে যাবেন এবং পোস্টে আপনার বন্ধুদের কাছে অথবা পাড়া-প্রতিবেশীর কাছে শেয়ার করে দিবেন তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন।


Post a Comment

0 Comments