কাইনমাস্টার এর ৫টি গুরুত্বপূর্ণ সেটিং // KineMaster Top 5 Important Setting // কাইনমাস্টার এর সেরা ৫টি সেটিং




বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাতে চলেছি KineMaster এর সেরা ৫টি গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিং জানার পরে আপনিও কাইনমাস্টারে খুব ভালোভাবে ভিডিও এডিটিং করতে পারবেন অথবা এই সেটিংগুলোর জন্য আপনি এতদিন যে কাজগুলো করতে পারতেন না সে কাজগুলো করতে পারবেন তো আজকের পোস্টে কাইন মাস্টারের সেরা ৫টি সেটিং সম্পর্কে জানতে থাকুন এবং আপনার কাইনমাস্টারের ভিডিও এডিটিং এর সক্ষমতাকে আরো অনেক বেশি বাড়িয়ে তোলেন। আমি ধাপে ধাপে আপনাদের প্রতিটা সেটিং দেখিয়ে দেব এবং তার সাথে দেখিয়ে দেব এই সেটিং গুলো কি কাজ করে এই সেটিংগুলোর কি কি সুবিধা এবং কি কি কাজে এগুলো ব্যবহার করতে পারেন সবকিছু বুঝিয়ে দেবো প্রতিটা সেটিং এর ধাপে ধাপে। তো আর কথা না বলে চলুন আপনাদের দেখিয়ে দেই কাইনমাস্টারের সেরা ৫ টি গুরুত্বপূর্ণ সেটিং।

০১. KineMaster এর প্রথমে যে সেটিং টি সম্পর্কে বলবো সেটি হলো Device Capability Information সেটিং

এটি খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। প্রথমে বলে দিই এই সেটিংটি কোথায় থাকে কাইন মাস্টার ওপেন করার পরে দেখবেন বাম পাশের মাঝখান বরাবর মূল সেটিং অপশন রয়েছে কাইন মাস্টারের ওই সেটিং এ ক্লিক করার পরে তৃতীয় নাম্বার অপশনে রয়েছে এই Device Capability Information সেটিং টি। আপনাদের বুঝার সুবিধার্থে আমি নিচে দুইটি পিকচার দিয়ে দিয়েছি ওইগুলো পিকচার দেখে সসজেই চিনতে পারবেন এই সেটিংটি।






এই সেটিং টা অন করার ফলে কি কি সুবিধা পাবেন জেনে নিন

এই সেটিং টা অন করার ফলে আপনি যখন ভিডিও এক্সপোর্ট করবেন তখন একটা হাই কোয়ালিটি এক্সপোর্ট এর অপশন পাবেন প্রধানত এই অপশনটি রান্না করা থাকলে আপনি আপনার ডিভাইসের চেয়ে অতিরিক্ত কোয়ালিটি দিয়ে আন মাস্টার থেকে কোন ভিডিও এক্সপোর্ট করতে পারবেন না তাছাড়া আরও একটি সুবিধা পাবেন সেটি হল যখন আমরা কাইনমাস্টারে ভিডিও এডিট করি ভিডিও এডিট করার সময় অনেক ক্ষেত্রে আমরা কাইনমাস্টারের লেয়ার থেকে মিডিয়াতে গিয়ে অনেক ভিডিও ফুটেজ এড করতে চাই এডিটের মধ্যে কিন্তু এই অপশনটি অন করা না থাকলে আপনি ওই ভিডিওটি সম্পূর্ণভাবে আসবেনা অর্থাৎ ভিডিওর উপরে কালো কালারের একটি দাগ দিয়ে ভিডিওটি সাপোর্ট করবে না এটা দেখিয়ে দেবে তো যখন আপনি এই সেটিং টি অন করে রাখবেন তখন আর আপনার এই সমস্যাটি হবে না তো এটি খুবই বড় একটা সুবিধা এই Device Capability Information সেটিং টি অন করা থাকলে।

০২. দ্বিতীয় সেটিংটি হলো Enable Saving With Up To 60FPS সেটিং

এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি সেটিং। আমরা যখন কাইন মাস্টারের ভিডিও সেভ করতে যাই তখন আমার বেশি FPS দিয়ে ভিডিও সেভ করতে পারি না ফলে আমাদের ভিডিও এর কোয়ালিটি ও খারাপ হয়ে যার এর মূল কারন হচ্ছে এই Enable Saving With Up To 60FPS সেটিংটি অফ থাকা এই অফ থাকলে আমরা বেশি FPS দিয়ে ভিডিও সেভ করতে পারি না। তো আপনাদের যাদের এই সিটিংটি অফ করা রয়েছে তারা অতি দ্রুত এই সেটিংটি অন করে নিন এর ফলে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটা আগের থেকে ভালোভাবে করে সেভ করে নিতে পারবেন তো সবাই অবশ্যই সেটিং টা অন করে নেবেন এই সেটিং টা কিভাবে অন করবেন সেটা দেখে নিন।




প্রথমেই কাইনমাস্টার অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন টা ওপেন করার পরে ঠিক আগের মত বাম পাশের মাঝ বরাবরের দিকে মূল সেটিং পেয়ে যাবেন মূল সেটিং এ ক্লিক করে একটু নিচের দিকে যাবেন ওখানে যাওয়ার পরে Advance And Experimental Setting এর ক্লিক করবেন তারপরে দ্বিতীয় নাম্বারে এই Enable Saving With Up To 60FPS সেটিংটি পেয়ে যাবেন এখান থেক সেটিংটি অন করে দিবেন।

০৩. তৃতীয় সেটিং হলো Media Browser Full Screen Mode সেটিং

আপনার একটা জিনিস খেয়াল করবেন যখন ভিডিও এডিট করেন এবং লেয়ার থেকে যখন মিডিয়াতে গিয়ে কোন পিকচার অথবা ভিডিও অনেক তখন ওইটা ফুল স্ক্রিন ভাবে আসে না স্ক্রিনের মধ্যে হালকা করে ছোট করে আসে তো এটি যদি আপনারা ফুল স্ক্রিন করতে চান তাহলে আপনাদের এই Media Browser Full Screen Mode সেটিং টা অন করতে হবে। কারণ এই সেটিং এর মূল কাজ হচ্ছে আপনি যখন লেয়ারের মধ্যে থেকে মিডিয়াতে গিয়ে কোন ভিডিও আনবেন তখন ওই ভিডিওটা অটোমেটিক আপনি যে সাইজের স্ক্রিনে ভিডিওটা মেক করতেছেন ওইটা ফুল স্ক্রিন হয়ে যাবে অর্থাৎ আপনাকে আর কষ্ট করে কোন ভিডিওকে ফুল স্ক্রিন করতে হবে না তো এটা হচ্ছে খুবই সুন্দর একটা সেটিং এই সেটিং টা অন করার ফলে আপনাদের আর কোন সময় মিডিয়া থেকে কোন ভিডিও কষ্ট করে ফুল স্কিন করে নিতে হবে না। তো যাদের এই সেটিং টা অন করা নাই তারা অত দ্রুত সেটিং টা অন করে নিতে পারেন তাছাড়া যারা মনে করেন যে না আমি নিজেই ভিডিও গুলো ফুল স্ক্রিন করে নেব আমার নিজের মতো করে তাহলে আপনারা এটিকে অন না করলেও হবে।




Media Browser Full Screen Mode এই সেটিংটি অন করার জন্য আপনাকে প্রথমে কাইনমাস্টার এর মূল সেটিং এ যেতে হবে মূল সেটিং এ যাওয়ার পরে একটু নিচের দিকেই এই সেটিং টা পেয়ে যাবেন ওই সেটিং এর ঠিক ডান পাশ থেকে সুইচ বাটনে ক্লিক করে মারা গেছে সেটিং টা অন করে নিতে পারে।


০৪. চতুর্থ সেটিংটি হলো Enable Adding Video Clip Up To 240 FPS সেটিং।

এই সেটিং টা অন করার ফলে আপনারা যখন ভিডিও এডিট করার জন্য যে কোন ভিডিও কে মূল এডিটের লেয়ারে অ্যাড করবেন তখন যদি ওই ভিডিওর কোয়ালিটি কম থাকে তাহলেও আপনার ভিডিও কোয়ালিটি কমে যাবে না অর্থাৎ অনেক সময় আমরা যে ভিডিও গুলো এড করে ওই ভিডিওগুলো সেভিং এর সময় এর চেয়ে কোয়ালিটি আছে সেটি কমে যায় তো এটি আর কোন সময় কমবে না যদি আপনাদের এই Enable Adding Video Clip Up To 240 FPS সেটিং টা অন করা থাকে তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি যাদের অন করা নাই তারা অতি দ্রুত অন করে নিন অবশ্যই অবশ্যই সিটিং ডাউন করে নিন তাহলে আপনাদের ভিডিওর কোয়ালিটি অনেকটা হাই হয়ে যাবে তো সবাই অবশ্যই এই সেটিং টা অন করে নিন তো সেটিং টা অন করার জন্য ঠিক আগের নিয়ম মূল সেটিং এর ভিতরে যাবেন মূল সেটিং এর ভিতরে গিয়ে Advance And Experimental Setting এই সেটিং এর মধ্যে Enable Adding Video Clip Up To 240 FPS এই সেটিং টি পেয়ে যাবেন ওখান থেকে এই সেটিং টি অন করে নেন।




০৫. পঞ্চম সেটিংটি হলো Unlimited Video layer Mode সেটিং

আমরা যখন ভিডিও এডিট করি তখন অনেক সময় অতিরিক্ত পরিমাণে ভিডিও এড করতে পারিনা কারণ দেখায় আনলিমিটেড ভিডিও লেয়ার প্রবলেম তো এই সমস্যাটা সমাধান হলো Unlimited Video layer Mode এই সেটিং টি অন করা তো এই সেটিং টা অন করার ফলে যদি আপনি ভিডিও এডিট করেন এবং আনলিমিটেড পরিমাণে ভিডিও এড করেন আপনার এডিটেড এর মধ্যে তখন আপনার আর আনলিমিটেড ভিডিও এড করার কোন সমস্যা হবে না কারণ এই সেটিং টা অন করার ফলে আপনি যতই ভিডিও এডিট করেন এবং ভিডিওর মধ্যে যে পরিমাণে ভিডিও এড করেন না কারণ আপনার আর এই সমস্যাটি হবে না তো যাদের এই অপশনটি অন করা নাই তারা ওদের দূরত্ব এই অপশনটি অন করে নিন আমি অবশ্যই সবাইকে বলবো যে আপনারা অবশ্যই এই সেটিং টা অন করে নিন।

বন্ধুরা আজকের পোস্টে এ পর্যন্তই আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোন পোস্টে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন ❤️❤️

Post a Comment

0 Comments