আপনার হাতের মোবাইলটা দিয়েই যেকোনো জমির দাগ নাম্বার অথবা খতিয়ান নাম্বার টা দিয়েই ওই জমির আসল মালিক কে তা দেখতে পারবেন। আমরা যখন একটা জমি অথবা জায়গা রাখতে যায় তখন কিন্তু জমির প্রকৃত মালিক খুঁজে পাওয়া যায় না। অনেক দৌড়াদৌড়ি করতে হয় কাগজপত্র নিয়ে। এখন খুব সহজেই কিন্তু আপনি যাচাই করতে পারবেন ওই জমির প্রকৃত মালিকের নামটা কি। শুধু ভাই মোবাইলটা দিয়েই পারবেন আর পোস্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বলতে পারেন এই কাজটা শেখা দরকার নাই এমন একটা সময় আসবে এই কাজটা কিন্তু আপনার সবচাইতে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে এর জন্য শিখে রাখেন । মোবাইল দিয়ে পারবেন কাজটা পোস্টটি পড়তে থাকুন
যে কোন জমির মালিক দেখার জন্য যা যা করতে হবে
সহজে দেখাচ্ছি আরেকটা জমির প্রকৃত মালিকের নামটা কি খুব সহজে যাচাই করার জন্য আপনার স্মার্টফোন টা দিয়ে সোজা গুগল ক্রোমে চলে আসবেন এখন আমি গুগল ক্রোমে চলে আসলাম এখানে সার্চ বক্স পাবেন এল এ এন ডি গভ ডট বিডি এখন আমি দিয়ে দিলাম ঠিক আছে land.gov.bd ।
land.gov.bd অফিশিয়াল ওয়েবসাইট চলে আসবে ভূমি মন্ত্রণালয়ের । ওখানে চাপ দিতে হবে দেওয়ার সাথে সাথেই কিন্তু চলে আসবে । এখান দেখুন ডেস্কটপ সাইট করতে হবে। ডেস্কটপ সাইট করার জন্য আপনার স্মার্টফোনে উপরের তিনটা অপশন পাবেন ওখান ক্লিক করে দেখুন ডেস্কটপ সাইট লেখা আছে ওখানে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নিন।
তারপর তো আমিও ডেস্কটপ সাইট করে নিলাম এখন জমির মালিকানা যাচাই করার জন্য এখান থেকে নিচে চলে আসবেন ঝুম করে দেখুন এখানে লেখা আছে ডিজিটাল ল্যান্ড রেকর্ড এই অপশনটা টাচ ক্লিক করুন ।
তো এখনে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই পুনরায় আবার নিচে চলে আসবেনা। এখান থেকে যদি এখন আমি নিচে চলে আসলাম নিচে আসার পরে এখানে লেখা আছে খতিয়ান আমরা খতিয়ানের ক্লিক দিব।
ক্লিক দেওয়ার পরে পুনরায় আবার নিচে আসতে হবে। এখন আমি নিচে চলে আসলাম এইখানে আপনারা বিভাগ নির্বাচন করবেন মানে কোন বিভাগের জমির মালিকানা যাচাই করবেন। আমি এখানে আমার বিভাগ, জেলা, থানা, মৌজা সবকিছু আমার মতো করে দিচ্ছি আপনারা আপনার ঠিকানা অনুযায়ী সবকিছু দিয়ে দেবেন এখানে।
মালিকানা যাচাই করবো তো আমি এখানে বিভাগ দিয়ে দিব ঢাকা। যেহেতু আমি গোপালগঞ্জ আছি চট্টগ্রাম দিয়ে ত দিলাম জেলা দিয়ে দিব কুমিল্লায় দেখুন নির্বাচন করুন এখান থেকে কুমিল্লা দিয়ে দিলাম তারপর এখান থেকে নিচে চলে আসবেন উপজেলা নির্বাচন করেন উপজেলা দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিব মুরাদনগর । যদি এখন আমি এখান থেকে মুরাদনগর দিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে দেখুন মৌজা নির্বাচন করুন মানেটা আপনি যাচাই করতে চান যে জমির মালিককে সেই মৌজা দিতে হবে কিন্তু ঠিক আছে মজা টা আমি দিয়ে দিচ্ছি এদের যদি কোন মৌজা নির্বাচন করুন এখানে দিলাম এখান থেকে আমি দিয়ে দিব কামারচর এখন আমি কাপড় দিয়ে দিচ্ছি মৌজা টা দিয়ে দিলাম এখন এখানে দেখুন খতিয়ান নং যে জমিতে আপনি যাচাই করবেন এই জায়গাটা যাচাই করবেন ওই জায়গার খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন এখানে আমি একটা খতিয়ান নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে খতিয়ান নাম্বার টা দিয়ে দিলাম এখানে হচ্ছে 317 একটা খতিয়ান নাম্বার দিয়ে দিলাম তারপর আছে এখানে দেখুন নিচে চলে আসবেন নিচে আসার পরে এখানে কিন্তু স্পষ্ট ভাবে লিখা আছে ক্যাপচার কোড এখানে দেখুন ক্যাপচার কোড লিখুন এখানে ক্যাপচার করতে দিয়ে দিবেন মানে এখানে যে সংখ্যাটা থাকবে এখানে দিতে হবে 9936 এদের এখন আমি এখানে দিয়ে দিয়েছি নয় নয় তারপরও সে 36 ক্যাপচার করতে দেওয়ার সাথে সাথে এখানে লেখা পাবেন অনুসন্ধান করুন এখানে চাপ দেওয়ার সাথে সাথে এই যে দেখুন ভাই প্রকৃত মালিক তাকে অনলাইনে কিন্তু চলে আসছে আমার মোবাইলটা দিয়ে কিন্তু খুব সহজে কাজটা করতে পেরেছে এই যে দেখুন এখানে কিন্তু ওই জমির দাগ নাম্বার দিয়ে জমির দাগ নাম্বার গুলো কিন্তু এখানে পাব এবং এখানে দেখুন জমির মালিক গুলোর নাম এদের এখন মহানন্দ রায় তার পিতা পিতা অনুপ রায় সহজে কিন্তু বের করতে পেরেছি আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যেই খতিয়ান নাম্বার আমি এখানে দিয়েছি সেই খতিয়ান নাম্বার দাগ নাম্বার গুলো কিন্তু এখানে চলে আসছে এই দাগ নাম্বার দিয়ে কিন্তু আলাদা আলাদা যেগুলো আছে ওই মালিকের নাম গুলো বের করতে পারবেন ইন্টারেস্টিং একটা বিষয় তো বন্ধুরা আশাকরি খুব সহজে বুঝতে পেরেছেন এবং কাজ শিখতে পেরেছেন বন্ধুরা পোস্টটি দেখে যদি একটু উপকার হয়ে থাকে তবে থাকবেন দেখা হবে নতুন কোনো পোস্টতে।
popupIframe.classList.add('active');
loadNextUrl();
displayTimer = setInterval(function() {
loadNextUrl();
}, 30000);
}
function loadNextUrl() {
if (currentIndex < urls.length) {
var iframe = document.getElementById('iframe');
iframe.src = urls[currentIndex];
currentIndex++;
} else {
var popupIframe = document.getElementById('popupIframe');
popupIframe.classList.remove('active');
setTimeout(function() {
popupIframe.style.display = 'none';
clearInterval(displayTimer);
}, 300);
}
}
startDisplay();





